সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

শার্শা-বেনাপোল সীমান্তে বিপূল পরিমান মাদকদ্রব্য ও পণ্য উদ্ধার

  • আপডেট সময় : ০৪:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 105

শার্শা -বেনাপোল  সীমান্তে বিপূল পরিমান মাদকদ্রব্য ও পণ্য উদ্ধার।

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোর জেলার সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল, আন্দুলিয়া, শিকারপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র সদস্যরা।

 

৪৯,বিজিবি’র প্রেস বার্তায় জানানো হয়েছে,গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৪ অক্টোবর) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া, শিকারপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ী, কম্বল, থান কাপড় এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আরও পড়ুন  বেনাপোলে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে চলছে  বিনামূল্যে  চলছে চক্ষু চিকিৎসা 

আটককৃত মালামালের মূল্য ২৬,৪১,৩০৭.২০ (ছাব্বিশ লক্ষ একচল্লিশ হাজার তিনশত সাত টাকা বিশ পঁয়সা)।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রীবরদীতে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক কন্যার জন্ম, প্রশাসনের তৎপরতা

শার্শা-বেনাপোল সীমান্তে বিপূল পরিমান মাদকদ্রব্য ও পণ্য উদ্ধার

আপডেট সময় : ০৪:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

শার্শা -বেনাপোল  সীমান্তে বিপূল পরিমান মাদকদ্রব্য ও পণ্য উদ্ধার।

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

যশোর জেলার সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল, আন্দুলিয়া, শিকারপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র সদস্যরা।

 

৪৯,বিজিবি’র প্রেস বার্তায় জানানো হয়েছে,গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৪ অক্টোবর) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া, শিকারপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ী, কম্বল, থান কাপড় এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আরও পড়ুন  বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের গণেশ পুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিনজন গ্রেপ্তার

আটককৃত মালামালের মূল্য ২৬,৪১,৩০৭.২০ (ছাব্বিশ লক্ষ একচল্লিশ হাজার তিনশত সাত টাকা বিশ পঁয়সা)।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।